শ্রাবন যে অকাল
তা আজ সত্য প্রমানিত হল।
এই সোনার বাংলার
সোনার আলয়কে
আলো করে রাখা
বঙ্গঁমাতার গর্বের কন্যা
"মহাশ্বেতা দেবী"
ইতিমধ্যে ইহলোক ত্যাগ করে
পরলোক গমন করেছেন;
চীরতরে মায়ের কোল শূণ্য করে
মায়ের স্নেহ ছেড়ে আমাদের থেকে বিদায় নিলেন তিনি।
এমনই ঠিক শ্রাবনের এক ঊষাকালে
সোনা মাখা প্রভাতে অস্ত গেছিলেন
আমাদের কবি রবি ঠাকুর;
সোনার বাংলায় নেমে এসেছিল
ঘন কালো আধাঁর;
সেই আধাঁর আজও কাটে নি;
আজ আরও সেই আধাঁর ঘন হল
মহান মমতাময়ী মায়ের বিদায় নেবার ফলে।
বাংলার এই বিরাট বিরাট ক্ষতিপূরণ জানি আর সম্ভব নয়;
আমাদের বক্ষমাঝে চীরতরে তোমরা ছিলে আছ থাকবে।
তবুও হে জননী তুমি শতশত বার
জন্ম নিও তোমার বাংলা মায়ের কোলে
আমার সহস্রকোটি প্রনাম নিও তোমার চরন কমলে।।