সোনা মাখা আলোর জোঁয়ার
লেগেছে ভরা শ্রাবনের মধ্যাহ্নে;
গাছের শাখা-প্রশাখারা হাওয়ার
আনন্দের পালে গা ভাসিয়েছে;
মিষ্টি একটা আবহাওয়া
শরীর মন সব জুড়িয়ে রেখেছে;
আকাশের ওই নীলাম্বরে
সাদা মেঘের খেলা চলছে;
মাঠের সবুজ শান্ত ঘাসেরা
আলোর ছটায় চোঁখ জুড়াচ্ছে;
উড়ন্ত ঘুড়ি গুলো ভোকাট্টা
হয়ে নারকেল গাছের পাতায় জড়িয়ে পড়ছে;
উঠোনে শুকোতে দেওয়া শাড়ির আঁচল
হাওয়ার সাথে দোল খাচ্ছে;
শ্রাবনের এই আধোঁ মেঘলা দুপুর
কোথাও যেন রাঙা ফাগুনের জানান দিচ্ছে;
কদম গাছের তলে ঝড়ে পড়া
দলগুলো অন্তিম সজ্জা নিচ্ছে মাটির কোলে,
আবার এই মিষ্টি প্রকৃতির কোলে জন্ম নেবে বলে;
আমি ধন্য নিজের চোঁখে প্রকৃতির এত রূপ
সম্পূর্ণ ভাবে বন্দি করে রাখার জন্য।।