যদি আবার
আজ রাত পোঁহালেই
আমাদের বাংলার
আকাশে খুশির ঊষা আসত,
যদি আবার
আমাদের প্রিয় কবিগুরুর
গলায় ভোরের রাগের সুর
ধ্বনিত হত চারিদিকে,
যদি আবার
দোঁয়াতের কালি তাঁর
লেখার জন্য নিঃশেষ হত,
যদি আবার
শারদ প্রাতেঃ রবির রাত
পোঁহাতো আগমনীর সুরে,
যদি আবার
কবির গানের ওপারে
মুগ্ধচিত্তে দাঁড়িয়ে থাকতাম মোরা,
যদি আবার
প্রকৃতির খোলা হাওয়াতে
পাল লাগিয়ে কবির সুর
মুখরিত হত চতুর্দিকে,
যদি আবার
সোনার বাংলায় কবির
অবাধ বিচরণ চলত,
যদি আবার
তিনি খোলা আকাশের
নিচে পাঠশালায় আমাদের
সবাইকে শিক্ষা দিতেন,
যদি আবার
তিনি আমাদের অন্তরে থেকেও
বাহিরে প্রত্যক্ষ ভাবে আমাদের কাছে
উপস্থিত থাকতেন।।