গ্যাঁঙর গ্যাঁঙর ব্যাঙ
ডাকছে সারারাত ধরে,
টাপুর টুপুর বৃষ্টি পড়ছে
সারা দিনের তরে,
মিষ্টি হাওয়া গায়ে লাগতেই
মনটা ভরে উঠছে,
পাখা চালালেই শীতের ঠান্ডা
ঘরে ঢুকে পড়ছে,
মাঝে মধ্যে আকাশে মেঘ
গুড়ুম গুড়ুম করছে,
জানালার দিকে চোখ পড়তেই
ভয়ে কেপেঁ উঠলুম,
ঘরের বাইরে কান পাতলেই
বর্ষার ছন্দ বোঝা যাচ্ছে,
রান্নাঘরে মায়ের হাতের
খিঁচুরীর গন্ধ আসছে,
রঙীন রঙীন ছাতা গুলি আজ
সবার মাথা ঢাকছে,
নিজের মাথায় বৃষ্টির
জল সব কাঁচিয়ে নিচ্ছে,
রিমঝিম এই বৃষ্টির ঝাঁট
ঘরেতে আজ মন টেকে না আমার।।