ভাবনা আমার আজ
বাস্তবের ভালোবাসাতে
ডুব দিয়েছে।
সেখানে গিয়ে দেখি
হরেকরকম ভালোবাসা আছে,
ভালোবাসার নানা রূপের
সম্মুখীন  হলাম আমি।
প্রথমতঃ
          "লোক দেখানো ভালোবাসা"-
যেথায় দুটি মানুষের মন
বাঁধা পড়েছে চোখ ধাঁধাঁনো সুতো দিয়ে;
সেখানে একসাথে হাত ধরে ঘুরে বেড়ানো,
বাইকের পিছনের সিটে বসিয়ে,রঙীন চশমা চোখে দিয়ে,
শপিং করা,সিনেমা দেখা,লাঞ্চ করা এই সব
কিছুর মুহুর্তগুলিকে জগতের মানুষের কাছে
দ্বায়িত্ব নিয়ে পৌঁছে দেয় এফবি নামক মাধ্যম।
নিজেদের ভালোবাসাটাকে লোকেদের কাছে
তুলে ধরে শেষ পর্যন্ত রোমিও জুলিয়েটের
দেখানো পথে যে যার ঘরে ফিরে যায়।
দ্বিতীয়তঃ
            "টাইমপাস ভালোবাসা"
যেখানে দুটো মন বাঁধা পড়ে নিজেদের
অফুরন্ত সময়টাকে একটু ব্যাস্ত রাখবে বলে,
সময় শেষ হতেই আবার বিদায় জানায় হাসি মুখে;
সেখানে ভালোবাসাটা আকাশের ঘুড়ির মতো
ভোকাট্টা হয়ে আঁছড়ে পড়ে বাস্তবের মাটিতে।
তৃতীয়তঃ
          " সত্যিকারের ভালোবাসা"
এখানে আবার দুটো ভাগ দেখতে পেলাম।
প্রথম ধাপে রয়েছে -
                    দুটো পবিত্র মন স্বইচ্ছায়
ভালোবাসার পবিত্র বন্ধনে বাঁধা পড়েছে।
ভালোবাসার শপথ ভালোবাসার বিশ্বাস
তাদের ঘিরে রয়েছে সবসময়,
সুখের জোঁয়ার
তাদের ভাসিয়ে নিয়ে গেছে বহুদুর।
দ্বিতীয় ধাপে রয়েছে-
                     আড়াল থেকে অকৃপণ ভালোবাসা
যেখানে একটা মন অন্য মনকে প্রানমন
দিয়ে ভালোবাসে কিন্তু অপর মন তা মেনে নেয় না;
আবার অন্য মন জেনেও অপারক হয়ে তার ভালোবাসা কে সম্মান দিতে ব্যার্থ হয়েছে;
আবার কোনো মন অন্য মনকে আঁড়াল থেকে
সারাজীবন ভালোবেসে যায় তার অজান্তেই।।
      ভালোবাসার এইরূপ নানান নিদর্শন দেখে
মন আমার ভালোবাসার গ্যাঁড়াকল পড়তেই আজ ভীত।।