আজ রাখী বাঁধব
আমার ভাইয়ের হাতে,
একে অপরের সুরক্ষা
দেওয়ার সংকল্প নেব,
স্নান করে নতুন শাড়ি পড়েছি,
থালায় ধান-দুব্য-মিষ্টি
সাজিয়ে রেখেছি,
প্রদীপ জ্বালিয়ে তার তাপ
ভাইয়ের কপালে ছোঁয়বো,
থালা ভরা লুচি মিষ্টি খেতে দেব,
দুপুরের ভোজে আজকে বিশেষ
আয়োজোন করেছি,
ভাইয়ের সবচেয়ে প্রিয়
বিরিয়ানি, মাংস আর
তার সাথে শেষ পাতে আইসক্রিম,
হে ভগবান;
             শতশত বার তুমি আমাদের
জীবনে এই রাখীবন্ধন উৎসব এনো।
আজ সারা বাংলার ঘরে ঘরে
সব ভাই বোনেরা মেতে উঠুক
আনন্দে মজায় খুশিতে কাটুক
আজকের রাখী পূর্ণিমা।।