ভাদুরে রৌদ্র
হাজির আজ
বাড়ির চৌকাঠে;
এক বছরের অবশেষে
আজ সময় হল বুঝি
আসার নিজের জন্মভুমিতে?
আসা মাত্রই;
প্রকৃতিবন্ধুদের সাথে সাক্ষাত
করতে গেছে সেই ভোরের বেলায়।
পূব আকাশে সূর্য
যখন আলো দিল,
তখন সেই আলোর
রেশ আরো বাড়িয়ে তুলল সে।
তারপর দুপুরের চড়া রোদ
যখন উঠোনে এসে পড়ল
তখন সে আবার রৌদ্রে মিষ্টতা
ঢেলে দিল মন উজার করে।
অপরাহ্নে সে পশ্চিমাকাশে
গোধুলির সাথে করছে লুকোচুরি খেলা।
সবুজ বৃক্ষরা সারাবেলা তাকে পেয়ে
মনের সব কথা জুড়ে বসল।
নীল আকাশের মাঝে ভেসে বেড়ানো
রঙ বেরঙের ঘুড়িগুলোর সাথে করল
সে খেলা সারা দুপুরবেলা।
অবশেষে সায়হ্নে সময় হলো
তার ঘরে ফেরার;
এত দিন পর নিজের ঘরে এলো
তাও দোরে এসে ডাক পেরে পালিয়ে গেল।
সত্যি বাপু লোকে ঠিকই বলে
তুই ভবঘুরে ভাদুরে।।