তোমার শরীর জুড়ে ভিজে মাটির গন্ধ
এক নিবিড় অন্ধকারে তোমার অবয়ব,
সব তারা আজ অন্য আকাশে জ্বলে! শুধু
তোমার চুলের খোপায় দু-একটা জোনাকি।


ঝড় হয়ে গেছে আজ রাতে, শিলাবৃষ্টিও।
বাগানের সব মুকুল তোমার আঁচলে।
এই ঝড়, এই রাত চেয়েছিলে বুঝি?
বর্ষায় কোলা ব্যাঙের মতো ঘাড় গুঁজি
উপভোগ করতে চেয়েছিলে এই নিস্তব্ধতা?


ঝিঁঝিঁপোকা ছাড়া আজ সবাই নিশ্চুপ,
কেউ নেই, আলো নেই কাছে তাই।
বিধ্বস্ত শরীরে তুমি একা, একদম একা।
আরো মেঘ ঘনাও চারিদিকে, ঝড় তোলো।


আরো একবার তোমার আবরণ হোক চুরমার।
এলোচুলে ঢাকুক তোমার শরীর, সিঁথির সিঁদুর,
সব মেঘ উড়ে যাক দামাল হাওয়ায়,
দিগন্তে উদ্ভাসিত হোক আলো।
ব্রম্ভকমল থেকে ঝরে পড়ুক সেই মহামন্ত্র-
যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেন সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।