আমার চোখের পাতায় ক্লান্তিরা গল্প জমায়,
বৃষ্টি ভেজা নিঝুম শহর, নিস্তব্ধ রাত
আমি হারাতে চাই না, হঠাত্
যদি মায়াবী হয় এই রাত?
তোমার আগমনে।

ছুটে চলি কেবলি
হাত রাখি অদৃশ্য হাতে
শান্ত রাতের স্বপ্ন ওঠে লাটে
আমি তোমাকে পারি না এড়াতে  
অদ্ভুত উদ্দামতা আমাকে ঘিরে আনন্দে মাতে

তখন মনের মেঠোপথে সুর তোলে ডাকহরকরা  
বন্ধুতা জমাতে চায় ভিন দেশি তারা
বিছানায় ঘুমে ঘোর কবিতারা
ক্লান্ত হয় ওঠে কান্তিরা
আমি যে পথহারা

খুঁজে চলি কেবল
মনের সাথে মনের কাছে
শান্ত দুপুরে অবাধ্য খুনসুটি নয়
স্মৃতিদের ঘরে আচমকা হানাদারি নয়
চোখের তারায় ভরসা নয়-ললনার সালতামামি।