বিমূর্ত ধারণাগুলো এলোমেলো। দলাপাকানো স্বপ্নগুলো আজ মুক্ত। সব রঙ আজ সংগ্রামী ইতিহাসের পাতায়। তবু সংগ্রাম আজও বড়ই কঠিন। কঠিনোত্তর। কয়েকটা অসহায় নারীমুখ। নখদাঁত উঁচিয়ে কখন জেগে ওঠে অচেনা পৌরুষ তার ভবিষ্যদবাণী হয় না। তবুও স্বপ্ন বুকে নিয়ে জাগে ফুটপাত। স্বপ্নে বাঁচে রাত। রাতের তারা। একটা ভোরের অপেক্ষায়। চোরাস্রোতে ভাসতে থাকে কয়েকটা নাম পার্কস্ট্রিট, কামদুনি, কাটোয়া, বরাহনগর, দিল্লি, বদায়ুঁ....কালো আকাশে ফতফত করে উড়ছে তেরঙা পতাকা। আমাদের স্বাধীনতা।