শূন্যতায় ঢেকেছে ক্যানভাস। তবুও সব রঙ আজ শূন্যতার পরে। শূন্য থেকে রঙ খোঁজা শুরু। দাঁড়িয়ে শূন্যের উপরে। শূন্য থেকে ইমারত গড়েছি। মিশেছি আবার শূন্যতেই এসে। জেনো, শূন্য তবুও শূন্য নয়। শূন্যতেই পূর্ণ হয়। তাই শূন্যকে করে জয়- শূন্যতে রঙ খোঁজে এ হৃদয়। এসো, পা রাখো একবার শূন্যতার পরে; ক্লান্তিশূন্য জীবনধন্য আগামীর ভোরে।