তোর চোখের পাতার নীরবতা ছুঁয়ে দেখবো একবার। পেলবতায় ভিজব মরমে মরমে। তোর কেশসমুদ্রে সাঁতার কাটব একবার। হারিয়ে যাব অতল গহীনে। প্রাণ ভরে তোর ঘামে ভেজা শরীরের গন্ধ নেব একবার। মাথার ভেতর শব্দকোষগুলো মেলে ধরবে ডানা। আরও একবার ঝাঁপ দেব খাদের কিনারায়...গোপন অববাহিকায়। আগুন জ্বলবে সৃষ্টির আশায়। আরও একবার মরবো মরার মতো মরতে চেয়ে-যদি নয়ন ভাসে তোর নয়নের জলে।