২৩
দেখবি বেশি বলবি কম


ঐ মুখে তো খুব খৈ ফোটে
বল তো কেন সূর্য ওঠে ?
কোন মুখে বসে ব্রহ্মা খান ?
কোন নদীতে করেন চান ?
সূর্যবাড়িতে রাত হলে
কত পাওয়ারের বাল্ব জ্বলে ?
স্বর্গ-টাকার নাম কী বল ?
নন্দনে কটা সপিং মল ?
কোন দেবতার মাথায় টাক
কোন দেবতা ডাকায় নাক ?
কোন দেবতা কথায় কথায়
ঘেমচি কাটে ডিগবাজি খায় ?
কোন দেবী খান চপ-মুড়ি
ঝাঁ ঝাঁ গর্মিতে লেপ মুড়ি ?
জানিস  যদি বলবি ঠিক
ছায়াপথে সে কোন পথিক ?


কথায় কেন কাটিস ফোড়ং
দেখবি বেশি বলবি কম ।


২৪
হিড়িম্বার বায়না


ভাজা খাবে অশ্বডিম্ব
বায়না ধরল হিড়িম্বা ।
ভীম ভাঁজছিল ডাম্বেল ;
বোঝাল এতে অম্বল ।
বেশ তাহলে বীরখন্ডী,
বা গণ্ডা দশেক মণ্ডা ...


শিঙওলা এক দুম্বী
গুঁতিয়ে ছেঁড়ে তাম্বু ...


ট্যাঁকে দু’কড়ি সম্বল ;
ভ্যেবলে দ্বিতীয় পাণ্ডব
ঘাড়ে তুলে গাছদণ্ড
ছুটে গেল কৌশাম্বী ।