৩৩
আমাদের গ্রাম


আমাদের দূর গ্রাম
শ্যাম-ছায়া দুর্গ ;
নদী-পারে মন্দির
বন-ধারে দরগা ।


সকালে ও সন্ধ্যায়
আলো-ছায়া ছন্দ ।
সুগন্ধী ফুলেরা
স্ব-ইচ্ছায় বন্দী ।


ঝুঁকে থাকে ডাল-পালা
লাল ধুলোর রাস্তা ;
অশ্বত্থের পাতা কাঁপে
হাওয়া বয় আস্তে ।


মাঠ নয় ধানসিঁড়ি
কলসটি কক্ষে...।
নুয়ে পড়ে ধানগাছ
উঠে আসে লক্ষ্মী ।


৩৪
প্রশ্ন  
         ( উৎসর্গ : কবি শ্রীতরুণ )


ইতিহাসে লেখা আছে,
গান্ধী ছিলেন জেলে ;
মাছ ধরতেন কিসে ?
জাল নাকি ছিপ ফেলে  ?