৬৩
ফরমান


রাজামশাই যতটা মোটা
ঠিক ততটাই বেঁটে ;
পিপের মধ্যে ঢুকে গড়ান,
বেড়ান না পায়ে হেঁটে ।


শুয়ে নাকি বসে আছেন !
লম্বা-চওড়া সমান ---
গড়িয়ে সবাই সভায় ঢোকে,
জানাতে সম্মান ।


রাজ-ফরমান জারি হল :
রাজ্যে লম্বা যত ;
অবিলম্বে বেঁটে হওয়া চাই
রাজামশাইয়ের মতো ।


মুণ্ডূ কিংবা পা কাটা যাবে
যার যেমন দরকার ;
পরের ধাপে লম্বা গাছ
কেটে ফেলবে সরকার ।


৬৪
কথোপকথন   ৩


--"সই,
    দই
     খা--"
---"না ।"


---"বই
     কই ?"
---"নে..."
---"দে ।"