৭৩
ঘোড়েল ভাইপো


চাকলাদার  তাক লাগাতে পুষেছিলেন কাক ।
প্রমাণ করে দেবেন কাকও ডাকে কৃষ্ণ-ডাক ।
কৃষ্ণ-নাম কানে দিলেন, বায়স ডাকে কা-কা ;
ভাবেন তিনি ঘোড়েল পাখি, অতিরিক্ত পাকা,
“কাকা” ডেকে ভাইপো সেজে হয়ে বশম্বদ,
ফাঁক তালে সে হাতাতে চায় খুড়োর সম্পদ ।
চাকলাদার ফাঁক-ফোকর বোঝেন ধুরন্ধর লোক
কে কোন ধান্দায় ঘোরে, বোঝেন দেখেই চোখ ।
গাছের ডালে বস গে বাপু  থাকা কেন খাঁচায় ;
ভাইপো যাবার নাম করে না, পুচ্ছটি তার নাচায় ।
আক্কেল গুড়ুম চাকলাদার, যতই বলেন, “যা, যা … “
ঘোড়েল ভাইপো, ততই ডাকে, “কা-কা কা-কা কা-কা …”


৭৪
ভাবতে পারো


ভাবতে পারো কোনও দিন
দিন এসেছে সূর্যহীন !
ঝোড়ো হাওয়ায় সাগর-জল
শান্তনীল অচঞ্চল ।


নেই গাছ কিংবা প্রাণ ;
পাখি থাকলেও গায় না গান ,-
আছে বাংলা বাঙালী জাত
অথচ নেই রবীন্দ্রনাথ !