|| অভিমানী ||


হে অভিমানী তুমি আছো তোমার অভিমানে,
অভিমানের অভিনয়ে কর তুমি অপমান,
অপমানের ঢেউ বয়ে ছলনার প্রতিপ্রান,
ছলনার সাথে আসে ভালবাসার কিছু টান,
ভালবাসার জেরে ঝরে শান্ত হাওয়ার অশ্রুদান,
হেসে হেসে বল তুমি, তোমার ভালবাসার কি দাম,
আমি বলি হে অভিমানী আমার ভালবাসার নাই কোন দাম,
আছে শুধু অবুঝ ভালবাসা আর কিছু টান ।


হে অভিমানী আজও তুমি আছো তোমার অভিমানে,
তোমার এই অভিমান আমারি তো সম্মান,
বোঝ নাকি বোঝ না,
তোমার এই সাধের অভিমান আমারই দান ।।