রাস্তা বড় পিচ্ছিল দুর্গম।
কঙ্কালসার কলঙ্কিনী হয়ে দৃশ্যমান।
জঙ্গলময় আগাছায় মেঠো গন্ধে
পরিপূর্ন জীবন।
নিভৃতে একাকী প্রত্যাবর্তনের অপেক্ষায়।
কালো মুখে কালো ভ্রমর
মৌমাছি হয়ে মধু আহরন করেছে বারে বার।
দ্বিচারিতায় পথভ্রষ্ট সমাজের লোলুপ দাঁড়কাক ।
প্রবল ঝড়ের মুখে নৌকাকে তীরে ফেরানোর যুদ্ধে
পরাজিত  আজ " ঈশ্বরী পাটনী"।
মনের আঙ্গিনায় স্মৃতি উঁকি মারে জোনাকি হয়ে,
তোমার আলিঙ্গন।
চোখরাঙানির সমুদ্র পার হয়ে ফিরিবেনা জানি।
তবু বিশ্বাস ভালোবাসায়।
ভরসা শুধু ঈশ্বরের অসীমতায়।
পথ চেয়ে বসে থাকি তোমার অপেক্ষায়,
নষ্ট আমি, নষ্ট নয় মোর মন,
শুধু অসহায়।
(-ফারুক মল্লিক)
(সত্ত্ব সংরক্ষিত)