কনে দেখা আলো, গোধূলি লগ্ন।
পাখিদের কলরবে বীনাতে বাজে
ঐক্যতানের মায়াবী সুর।
কালো মেয়ে হেঁটে চলে শাল পিয়ালের ফাঁকে।
একতারা হাতে।
আঁখি তার মিশে যায় মৃগদের মাঝে।
মায়াবী বাতাসে ওষ্ঠদ্বয় প্রসারিত ।
কুঁড়েঘরে উঁকি মারে "কালো মেয়ের কালো হরিণ-চোখ"।
মৃগরা ছুটে ফেরে তার আদরেতে।
মাটিতে লুকিয়ে পড়ে,
আকাশের এক চিলতে চাঁদ।
আমি যেন দিশেহারা ভাষাহীন স্রোত ।
পথ ভ্রষ্ট পথিক আমি
তৃষ্ণা আমার বুকে।
তোমাতে আমায় হারাতে দেবে
ও শাঁওলী মেয়ে?
পথিক, তুমি জানো কি মোরে ?
আমার নেই গুন,
অভাগী নামটি আমার
একতারাতেই মন।
বাপটা আমার মরে গেছে,
মা টা গেছে ছেড়ে,
সুখটা আমার ক্ষণিক হল,
উঠেছি যত বেড়ে ।
একতারাতে খুশি আমি
বোনদেবী মোর মা।
হেথায় বড় ভালো আছি
বনবীথি মোর গাঁ।
আশার আলো বুকে নিয়ে
পথিক শেষে বলে----
রাজার বেশে আসবো আমি
বোন বিথীর ঘরে।
অভাগীর নামটি চেয়ে
শাকচুন্নি ভালো,
বিশ্বাস করো চিরজীবন
ভরসা করবে আলো।
পথিক আজ বাউল মনা,
অলীক সুখে ভাসে,
শাকচুন্নির সাথে সে আজ
স্বর্গসুখে হাসে।


- ফারুক মল্লিক।