হোকনা তুমি রাজা-বাদশা,
মন্ত্রী উজির নাজির।
সত্য বলতে ভয় পায় না,
ভালোবাসার ফকির।
মাথায় তোমার অনেক ছাতা,
আমার মাথায় আকাশ।
সত্যান্বেষী সত্যের খোঁজে,
মিথ্যাকে করে তফাৎ।
ভন্ড সাধুর বেশ ধারণে
সীতা হরণে লঙ্কেশ।
শেষ রক্ষা হয়নি তবু,
অহংকারই শেষ।
কালের ধারায় হারিয়ে গেছে হিটলার, চেঙ্গিস।
উজ্জলতায় উঁকি মারে ভালোবাসার উষ্ণীষ।
ধোঁকা দিয়ে জিততে পারো,
মন্ত্রী, সান্ত্রী তোমার।
বিবেক শুধু প্রশ্ন করে
হারটা হল কার।
থাকুক আমার হেরে যাওয়া মন ।
তবু চেতনায় মনুষ্যত্ব বিরাজমান ।
ধরণী ধারায় বারে বারে তাই সত্যেরই হয়েছে জয়।