স্বাধীনতা ! সেতো পেয়েছি। সেটাতো শুধু আমার।
আমিই তো ঠিক করে দিই তুমি অন্ন, বস্ত্র, বাসস্থান এর সংস্থান পাবে কি না।
কিংবা তোমাকে দেওয়া হবে কি না।
এগুলো আমার স্বাধীনতা।
তুমি যদি আমার এই পরাধীনতা মেনে নিতে পারো, তাহলে তুমি স্বাধীন।
না হলে দাঁত, নখ বার করে তোমাকে পরাধীনতার শৃঙ্খল পরাব।
ফিরিঙ্গীদের আমলেও আমরা স্বাধীন ছিলাম।
তখনও এখনকার মত স্বাধীনতা কিনতে পাওয়া যেত,
তাই এখনও তুমি আমার মত স্বাধীনতা ভোগ করতে পারো।
আমার আছে বাক স্বাধীনতা, আছে যত্র তত্র যাবার স্বাধীনতা।
শুধু দিয়েছি তোমাকে শ্রবণ স্বাধীনতা।
আমি সত্যকে দাবিয়ে দিতে পারি,
হোকনা সেটা অন্যায়, এটা আমার স্বাধীনতা।
প্রতিবাদ! সেতো কাগুজে খেলনার মতো,
জল পেলে ভিজে দুর্বল হয়ে যায়।
তাইতো বিচারে আছে শুধু আমার স্বাধীনতা।
তোমরা যখন  ত্রিশূল হাতে কর বজ্র ধ্বনি,
ওরা তখন তাজিয়া নিয়ে গর্জন করে শুনি।
আমি শুধু হেসে বেড়াই, স্বাধীনচেতা বলে,
তোমরা তখন ছুটে বেড়াও নিরাপদ আশ্রয়ে।
স্বাধীন আমার চিন্তাধারা, স্বাধীনতা আমার ভক্ত,
স্বাধীন বলেই ঝরাতে পারি রাম রহিমের রক্ত।
দেশের মাটি বিকোতে পারি, ফায়দা আমার হলে,
বাইরের শত্রু মিত্র হবে, ঘর শত্রু হলে।
তাইতো, সিনা চওড়া করে বলতে পারি আমি
স্বাধীন ছিলাম, আছি, থাকবো,
স্বাধীনতা খুব দামী।