আজ তুমি এসেছো আমার ঘরে
লাজ রঙের ঐ শাড়ি পরে
ফাগুনের সব আগুন নিয়ে
গোলাপ ফুটেছে গন্ধ ছড়িয়ে।


ভাবছি কেমনে তোমার লাজ ভাঙ্গাবো
কোন রঙে মনে তোমার রাগ জাগাবো।
সে রাগে জেগে জেগে গাইবো এ গান
দেবো ঐ মন ভরিয়ে।


ফাগুনের নদীরা হয় একহারা
যুগলের জলে বাজে দোতারা।


নামবো অধরে তোমার কাটবো সাঁতার
ফাগুনের নদী হোক যতই পাথার।
আদরে সোহাগে নাচবে এ মন
দেবো এ রাত রাঙিয়ে।