করিস কি তুই জমা রাখিস
বুকে হাজার কষ্ট
জানিস ওটাই শত্রু প্রধান
করছে সবই নষ্ট ।


কষ্ট মানেই বাঁধার পাহাড়
লড়াই চালায় মনটায়
হাতুড় পেটা যায় করে সে
মনকে প্রতি ঘন্টায়।


পদে পদে দেয় থামিয়ে  
যায় করে সব পিষ্ট
দেয় ঝুলিয়ে পর্দা মনে
কর্ম ন্যায় ও নিষ্ঠ ।


মেধার খনি জং ধরে হয়
ময়লা কালো বর্ণ
নূতন দিনের ডাক শোনে না
বধির হয়ে কর্ণ ।