কপাল খুলে  ওঠছে ফোলে
ব্যবসা লালে লাল
যায় না চেনা বেচাকেনা
ফুরফুরে দিনকাল।


আলাদীনের চেরাগ বাতি
ওঠছে জ্বলে রাতারাতি
দামী পোশাক ছড়ায় সুবাস
এই সে নন্দলাল।


উপর-অলার আশির্বাদে
পাল্টেছে দিনকাল।