কখন যে কে রাজা হবে
কখন আবার প্রজা
কপাল ভেঙে কখন আবার
ফুরায় আয়েশ মজা।


কখন আবার আগুন লেগে
আগুন জ্বলে ঘরে
বসত বাড়ি পুড়িয়ে আরো
ব্যাপক  হয়ে ছড়ে।


আসে আধাঁর কাঁপে জীবন
হারায় পথের দিশে
যন্ত্রনা বুক ফাটে জ্বলে
কর্ম ফলের বিষে।


ও রাজা ও রাজা
নিজের বিচার নিজে করে
দেখি কি দাও সাজা।