পাতা পাতায় সবুজ সাজে
সবুজ গাছের  মাথা
ঝড় কেড়ে নেয় আবুল কাকার
মাথা গুজার ছাতা ।


বোশেখ এবং জৈষ্ঠ মিলে
দেয় ভরে জল খালে বিলে
যায় ভেসে ধান,ফসল ক্ষেতের
বলার মত না তা।


অভাব ঘাড়ে বিপদ দ্বারে
বন্ধ আয় আর ভাতা
নেই পৃথিবী আগের মত
মুক্ত মনের দাতা।