উপন্যাসের পাতা গুলি
হাটছে আমার বুকে
যায় না দেখা হাটছে একা
পড়ছে আবার লোকে।


প্রতিদিনের জীবন ছবি
শব্দে যেন আঁকছে কবি
লুটছে ত্রাসের পান্ডারা সুখ
সুখের ঘরে ঢুকে।


লাভ আছে না বিচার আচার
বলে এ কে, ও কে।
জানে বেবাক লোকে।