হর হামেশা চোরের গলা
সবার ওপর থাকে
নাস্তনাবুদ হয় তখনই
পড়লে ঘুর্ণিপাকে।


রা ফুটে না তখন মুখে
অপমানে লজ্জা শোকে
চোরের মতই যায় পালিয়ে
গোপন চোরাই ফাঁকে।


সব চোরাদের বড় গলা
বন্ধ করো তাকে।