পাকা পাকা কথা বলে
বাঁকা বাঁকা কর্ম
মুখে মিঠা  বুকে প্যাঁচ
কে জানে কি ধর্ম ।


নানা রূপে নানা ঘাটে
ছলা কলা চেষ্টা
যদি পারে দেয় বেচে
পূরো এই দেশটা।


দেশপ্রেমি বুলিবালি
খালি খালি ধান্দা
আসলে সে চাপাবাজ
মনে প্রাণে আন্ধা।