পাখির মত জীবনটাকে
বন্দী করে খাঁচায়  
এই শহরে ইটের ঘরে
পাই না যে সুখ  বাঁচায়।


আছে সবুজ মুক্ত হাওয়া
শব্দ  বিহীন নৌকা বাওয়া
বড্ড ধাওয়া জীবন চাকা
পাই না এ মন যা চায়।


কি লাভ কি সুখ এই শহরে
ইটের  বন্দী খাঁচায়  ।