হাসি


মমিনুল হক


ঠোঁটের ফাঁকে খুকু আঁকে মিষ্টি রঙের হাসি
অমন হাসি দেখতে আমি বড়ো ভালবাসি
খোকার হাসি খুকুর হাসি , হাসি মায়ের ঠোঁটে
সকাল হলে হাস্না হেনার মুখেও হাসি ফোঁটে


রাজা হাসে প্রজা হাসে বোকাও আবার হাসে
হাসির কথা হলে মানুষ শুনতে ভালবাসে
কত্তো হাসি রাশি রাশি হাসির অনেক মানে
কোন হাসিটার অর্থ কি তা কয়জনে আর জানে।


কোন হাসিটা অবহেলার কোন কোন হাসিটা মনের
কোন হাসিটা ফুলের মতো মিষ্টি প্রিয় জনের
কোন হাসিটা তেতো এবং কোন হাসিটা ফিঁকে
কোন হাসিটা হিংসা ছড়ায় হেসে কারো দিকে।


কোন হাসিটা ফুলের মতো মুক্ত মনের হাসা
কোন হাসিটায় লুকিয়ে থাকে গভীর ভালবাসা
কোন হাসিটা সরল এবং কোন হাসিটা তাজা
বলতে পারো কোন হাসিটা হচ্ছে হাসির রাজা।