মুখে সবার একটি ধ্বনি
চোরের খনি চোরের খনি।
বস্তা পচা মিথ্যা বুলি
বাজিয়ে চলে বাজনা ঢুলি।
কিন্তু শুরু উল্টো হাওয়া
গন্ধ শুঁকে করছে ধাওয়া  ।
বিপদ মহা আসছে ধেয়ে
কে দেখে কার মুখটা চেয়ে।
আপন পরান বুঝলে চাচা
সবার আগে তাকেই বাঁচা ।
ছাড় বাড়ি-ঘর গয়না শাড়ি
কোন পথে বল বিদেশ পাড়ি।
মাফ করে দেন দেশ, দেশী ভাই
আমরা গেলাম আর দেশে নাই।