ঘর বাড়ি কই দালান কোটা
কোথায় তোমার টাকা
যাবার  বেলায় শূন্য হাঁড়ি
সব কিছু আজ ফাঁকা ।

তরতাজা এই শরীর খানা
স্তব্ধ হয়ে ষোল আনা
রঙ দাপটের ইতি টেনে
বন্ধ জীবন চাকা।

কই গেলো সব ধন দাপটের
কই গেল সেই টাকা ।