ফুলে ফুলে ঝগড়াঝাঁটি
একটা কেবল দাবি
বুঝাই যত,বুঝ মানে কেউ
হচ্ছে না আর লাভ ই।
মোরগ,চাঁপা,সূর্য্যমুখী
টগর,গোলাপ,বেলি
বকুল,কেয়া,পলাশ,গাঁদার
চলছে ঠেলাঠেলি ।
আমি প্রিয়,আমি সেরা
আমি সবার দামী
গাল ফুলিয়ে বলছে যে যার
রূপ গুণে তার নাম ই।
পদ্ম,হেনা,লিলি,কলা
চেরি,জবা,জুঁই
এই বাগানে সমান সবাই
নেই শোভাতে দুই।