মশা মাছির চলছে লড়াই
কে হবে আজ নেতা
জিম্মি আছে তেলে পোকা
তার হবে না জেতা।


ভাবছে সে তায় নূতন কিছু
ঘুণ কে নিয়ে সাথে
সব চেয়ারে ঢুকবে গিয়ে
সদল বলে রাতে।


মৌমাছিদের ভিন্ন ওজর
ওরা মধুর পোকা
ওদের চোখে ফাঁকি দেবে
নয় ওরা আর বোকা ।


প্রজাপতির রূপ চেহারা
রূপের  মধু ঢেলে
বাগিয়ে নেবে সব ক্ষমতা
সব কে পিছে ফেলে।


অন্য দিকে ফন্দি আঁটে
মাকড়সা তার জালে
সব বেটাদের আটকে একাই
বসবে ওপর ডালে।


জ্যোনাক পোকা মিষ্টি হাসে
শান্ত প্রদীপ জ্বেলে
এসো গদি ভাগ করে নেই
নূতন ভাবে ঢেলে।


ন্যায় মত চাই পদ পদবি
থাকব মিলে মিশে
তা না হলে ভাগ মানি না
সমজোতা আর কিসে ?


ঝগড়া লড়াই চাই না চলো
যার যা আছে দাবি
কাউকে একক আর দেবো না
সব ক্ষমতার চাবি ।