অন্য রকম ভাববেন না। সবার লেখা পড়ার সময় পাই না। মাঝে মাঝে দু‘একটা পড়ে সাহিত্যের বাগানটা ঘুরে দেখতে যাই।


ইচ্ছে হয় সমালোচনা করি। কিন্তু অল্প পরিসরে, তা ছাড়া অজানা কবির সমালোচনা করে অনধিকার চর্চা করতে চাই না। কারো লেখা বেশ ভাল। আবার এমনও আছেন, যারা তালগোল  পাকিয়ে ফেলেন।  একটা বিষয় নিয়ে শুরু অন্য বিষয়ে গিয়ে করেন শেষ। এটা কেন? চিত্র অংকন করতে গিয়ে মুখ ময়ূরের, পা বিড়ালের, লেজুর হরিনের এ রকম কি সঠিক চিত্রকরের  কাজ। শব্দ সঠিক জোরালো হতে হবে ভাবের সাথে। বদলে যাওয়া পৃথিবীর সাথে সাজগোছ,অলংকার ইত্যাদি সাহিত্য ও বদলাক না। মনের ক্যানভাসে চিত্র আঁকার জন্য মনের মত চিত্রকর মানে শব্দের চিত্রকর নিশ্চয় আমরা পাব। অপেক্ষা করছি। ধন্যবাদ । মমিনুল হক