কোন অর্থকড়ি নেই
ধন সম্পদ , জমা জমি, দালান-কোটা
গাড়ি ঘোড়া , চাকর- বাকর কিংবা
বিছানা চাদর, চেয়ার টেবিল , সোফা
কিছুই নেই।


নেই জামা জুতো, হান্ডি-পাতিল
অর্থাৎ স্থাবর অস্থাবর
কোন সম্পদ ই আমার নেই।


এমন কি নেই কোন হাত , পা
নাক,কান গলা আর তার চেয়ে ও
মূখ্য বিষয় একটি নাম পর্যন্ত নেই আমার।


অথচ আমার বিরুদ্ধে হুলিয়া হাতে
ঘুর ঘুর করছে ওরা।


ভাবতে অবাক লাগছে খুব।


আমি মাত্র দু‘টাকা দামের সামান্য
একটি ‘কলম’।