আচ্ছা ,আমি যদি একটা প্রেমের  চিঠি
তোমাকে পাঠাই
তুমি পড়ে দেখবে? নাকি টুকরো টুকরো
ছিড়ে ফেলে দেবে ডাস্টবিনে।
আমি জানি তুমি
আমার অপেক্ষায়
কত রাত জেগে
তারাদের গুনে গুনে ক্লান্তিতে
ঘুমিয়ে পড়তে।


বুকটা ভারী হতে হতে
চোখ দিয়ে ঝরে পড়তো
বেদনার বৃষ্টি ।


গভীর রাতে
গাঁয়ের কোন বাঁশি বাদকের বাঁশির সুরে
মিশে যেতো তোমার কষ্ট ।


আসলে তুমি ভাল করেই জানো
আমরা এখন কত দূর।
নেই দেখাদেখি
নেই ঢেউ এর তালে তালে
দোলে দোলে চলা ।
অলস বিকেলে পা ছড়িয়ে আড্ডা
সব গেছে একদম অতল স্মৃতির ঘরে।


আমি সব অনুভব করছি
পাহারাদারের মত তোমার চোখ
এখনো তাকিয়ে তাকিয়ে খুঁজে  
একটি মুখ।
স্বপ্নের ভাঁজে ভাঁজে
লুকিয়ে  আছে
অগুনিত কথার মালা।


আমাকে তুমি ভাবছো স্বার্থপর।
হয়তো ঘৃণা ও করছো ইচ্ছেমতো।
কিন্তু তোমাকে বিশ্বাস করাবার মত
আমার কাছে নেই কোন যুক্তি ।
শুধু এটুক ই জানি
পরিনতিকে ঠেকাবার শক্তি আমার ছিল না। কাঙ্গালের মতো তাই আজো ঘুরছি পথে পথে।