নাকের ডগায় বাজায় বাঁশি
নরেন দাদার বিন্দু মাসী ।
বিন্দু মাসীর বাঁশির সুরে
ঘরে ছড়ায় কি মধুরে।
নাকের এমন বেতাল গানে
দেয় লোকে সব তুলো কানে।
কাণ্ড দেখে দিদার দাসী
আর কি থামে পেটের হাসি।
লাগায় খুঁচা মাসীর গায়ে
তাকায় মাসী ডানে বাঁয়ে।
লাজের ভারে সেদিন মাসী
চললো এবার গয়াকাশি।