মানুষের লজ্জা


মমিনুল হক


যখন তখন হচ্ছে এমন
আকাশ পাহাড় মাটির চাদর
উড়ছে ঘরের ছাদের বাঁধন
বাবারে কি শক্তি বাতাস
পাখির ডানায় এই পৃথিবী


সাহস ওড়ে আশা উধাত্ত
ভাবনা খাটে একলা হাসে
দেখ বোকা রে স্বপ্ন রাখাল
নেই মাঠে তোর একটি পশু ।


ছায়া গেছে আলোর দেশে
পিদিম জ্বলার সলতেটা কই
শত ছেঁড়া জামা কাপড়
ঢাকবি কি আর থাক খোলা সব
দেখুক মানুষ লজ্জা শরম
ঘুমে কি আর লজ্জা থাকে