মনটা আমার


মমিনুল হক


মনের ঘরে মন থাকেনা মনটা কেবল ওড়ে
ইচ্ছে মত দিন রাতে সে কোথায় কোথায় ঘুরে
কখনো যায় তারার দেশে জ্যোসনা ভরা চাঁদে
কখন দেখি বসে আছে গোমতি নদীর বাঁধে
কখন ছুটে রাঙামাটি কখন সাগর পাড়ে
ঘরের মাঝে বলতে গেলে যায়না দেখা তারে
রঙধনু রং বিকেল হলে ছুটবে ধানের ক্ষেতে
ধানের ঢেউ এ ফড়িং হয়ে থাকবে খেলায় মেতে
চা বাগানের কচি পাতায় করবে লুটোপুটি
প্রজাপতির সঙ্গে বাঁধে শর্ষে ক্ষেতে জুটি
মনটা আমার উড়ো উড়ো ঘুরে সারা দেশে
উদাস বাউল যায় চলে সে মেঘের সাথে ভেসে
ভাল্লাগেনা একলা আমার থাকতে বসে ঘরে
ওর সাথে না থাকলে আমি সত্যি যাবো মরে।