শোকের ছায়ায় একলা বসে
মনটা যখন কাঁদে
করুণ বাঁশির সুর হয়ে তা
মিলায় মেঘে, চাঁদে।


বিজ্ঞানে তা
যায় কখনো দেখা ?


চোখে চোখে হয় বিনিময়
মনের গভীর ভাষা
ভরে হৃদয়,জুড়ায় জ্বালা
ছড়ায় ভালবাসা ।


বিজ্ঞানে তা
কি ভাবে যায় লেখা ।


মনের ভাষা ছবি আঁকে
চোখের পাতায় ভাসে
তৃপ্ত হৃদয়,শান্ত আকাশ
মন নিরবে হাসে।


বিজ্ঞানে তা
লিখব আছে পাতা?


রঙ দেখা যায়,যায় না ছোঁয়া
রঙটা থাকে মনে
রঙটা দেখে হাসে, কাঁদে
মনের আসল জনে।


বিজ্ঞানে তা
সেই লিপি নেই গাঁথা ।