হাট বাজারে ঘুরতে যাবেন
পকেট ভরা টাকা
ঘরে এসে ঘুরবে মাথা
পকেট খানি ফাঁকা।

দাম বাড়াটা হাট বাজারে
ইচ্ছে মত ঘটে
মধ্য, নীচু আয় ওদেরই
নাকাল হাঁড়ি পটে।

পড়ার খরচ বিলাস খাবার
বিয়ের আসর জুড়ে
অভাগাদের অভাব কেমন
কষ্ট হয়ে পোড়ে।

নেই কোন চোখ দেখে ওসব
ভন্ড পশুর দল
খায় লুটে আর ওরাই নাড়ে
হাটের কাঠি কল।