মমিনুল হক


নিমক হারাম মীরজাফরের গোপন শত ঘাঁটি
অক্টোপাসের মত ঘিরে বাংলাদেশের মাটি ।
সত্যিকারের দেশকে নিয়ে ভাবনা যারা ভাবে
ছোবল মেরে তাকে ওরা সাপের মত খাবে।
মেধা চাষে হাত দেবে যে তার ঘরে দেয় হানা
নেয় কেড়ে তার পূঁজি রুজি ঘরের সোনা দানা।  
কালা কানুন জালের মত বিছিয়ে রাখে পথে
নেয় ধরে যে চলবে ওদের মতের ভিন্ন মতে।
জ্ঞানপাপী আর বকতাপসী দেশের প্রতি কোণায়
নাটের বুলি মঞ্চে ওরা দেশবাসীকে শোনায়।
ভুলে গেছে ইতিহাসের পাতার সে সব কথা
বুকের ভাষা বুকে শুধু মুখেই নিরবতা।