যারা এই নামটির ( মমিনুল হক ) সাথে কিছুটা হলেও পরিচিত সেই ছড়াকার অর্থাৎ আমি গত মে মাসে ঘুমন্ত অবস্থায় স্টোক আক্রান্ত হয়ে স্বাভাবিক অবস্থা থেকে অচল না হলেও অর্ধ অচল অবস্থায় ঘরে বসে দিন যাপন করছি। এ জন্য লিখতে পারছি না। তা ছাড়া মুড নেই সে রকম যা আমাকে দিয়ে লিখাত। আশার আলো এখন কোন সাপোর্ট ছাড়া হাটতে পারছি। ডান হাতটাও স্বাভাবিক হয়ে আসছে। থেরাপি চলছে। হয়ত আমি কারো কাছে দেমাগি বা অসামাজিক প্রতীয়মান হতে পারে। আসলে আমি অকারণ কথা বার্তায় অব্যস্ত নই। আমি বিনীত ভাবে সকলের কাছে আমার এই আচরণ জনিত ত্রুটির জন্য ক্ষমা চাইছি। সুস্থ্য হলে ছড়া নিয়ে হয়ত আবার হাজির হব। হিউস্টন, ট্যাক্সাস, ইউ,এস,এ।
আলোচনাটি ২৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০১/০৭/২০২৪, ০৩:২৫ মি: