হয়নি পড়া
তোর সে ছড়া
টক ঝালে যা
মিষ্টি কড়া
হয়নি পড়া।


লিখছে যারা
ফুল ও পরী
লাল ঠোঁটে বউ
পালের তরী
আজো পড়ি।


নেই যাদের আজ
ভাত বা হাঁড়ি
ফুটপাথে ঘর
বস্তি বাড়ি
আশ্র তার ই।


লিখছি না কেউ
ওদের নিয়ে
গাছ লতা ফুল
পুতুল বিয়ে
নয় তা কি এ?


জীবন জনের
মনের কথা
চাই অধিকার
স্বাধীনতা
পাইনি যা তা।


লিখবে কে সে ছড়া
মন খুলে যায় পড়া।