পাই না মায়ের সোহাগ আদর
খাই না মায়ের চুমো
আর বলে না সোনা মানিক
রাত হয়েছে ঘুমো।


কেউ খোঁজে না মায়ের মতো
খোকা আমার কই
দেয় না ভোরে গুছিয়ে কেহ
আমার পাঠ্য বই।


মায়ের চোখের শাসন সোহাগ
মায়ের হাতের ছোঁয়া
পাই না মা গো করছি তোমায়
প্রাণ খুলে আজ দোয়া।


তোমার ছেলে তোমার বুকে
পায় না আগের ঠাঁই  
কিন্তু তোমার পরশ মা গো
বুক মুখে টের পাই।