অভাব


মমিনুল হক


একটা ঘরেই থাকি
কোন মতে খড় বিছিয়ে
ছালাতে মুখ ঢাকি।


পাশে ঘুমায় মা বাবা আর
বোনটি ওদের ঘেঁষে
সারাটা রাত শীতের ছোঁবল
যায় কেবলই কেশে।


অভাব ঘরে পেট খালি যায়
শীতে কি আর আসে
ওষধ কেনাও বিলাসীতা
ক’বেলা খাই মাসে?