বাতাস বলে আর দেবো না
ফ্রি তে শীতল বায়ূ
শ্বাস নিতে চাও, নাও কিনে নাও
যত তোমার আয়ূ।


গাছ বলে ফল দেবো না হাঁ
শর্ত যদি মানো
বছর বছর ফি দেবে আর
আগাম কিছু আনো।


সূর্য বলে শক্তি কত
কত্ত গুণের গুণী
আলো যদি না দেই দিনে
কোথায় যাবে শুনি?


বৃষ্টি বলে জেনো মানুষ
না পেলে আজ পানি
জমাজমি করবে ধূ ধূ
বাঁচবে কোন জান ই ?


সাগর বলে নৌকা জাহাজ
দেশ বিদেশে চলে
কি অবদান দেখছো কিছু ?
সবতো আমার জলে।


চাঁদ,মাটি,জল,সূর্য বায়ূ
ফসল ভরা মাঠ
কার দানে আজ ধন্য বলো
নেই জীবনের পাঠ।