এই ছেলে তুই পিছনে ফের তাকা
দেখলি কিছু? সব কিছু আজ ফাঁকা ।
হাতে কি তোর? সকাল বেলার আলো
ধরে রাখিস, আলো রাখা ই ভালো।
অই দিকে দেখ, কালো কালো হাত
ঘিরে আছে যম কালো এক রাত।
বুদ্ধি গুলো সামলে রাখিস ব্যাগে
নষ্ট না হয় কালো ধোঁয়া লেগে।
গাছের নীচে দেখিস কত ছায়া
কেউ বসে না লাগছে বড় মায়া।
ছড়িয়ে গেছে কারা বিষের বায়ূ
লিখে গেছে নানান কথার রায়ও।
এ গাছ, মাটি,পাখির কলরব
দমন রাজা বশ করেছে সব।
কেউ এসো না, বসতে নিতে ভাগ
বুঝলি ছেলে, ঘুমাস না আর জাগ।